নেপিয়ারে রোববার প্রথম ওয়ানডেতে ভারতকে ২৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের ৭ উইকেটে ২৯২ রানের জবাবে সফকারীরা ৪৮.৪ ওভারে অল আউট হয়ে যায় ২৬৮ রানে। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক নিউজিল্যান্ড।
অবশ্য বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির ব্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সপ্তম জয়ের পথে ছিল ভারত। কোহলি এর আগে ১১টি সেঞ্চুরি করেছেন, তার প্রতিটিতেই জিতেছিল ভারত। এবারঘটল তার ব্যতিক্রম। কোহলির ১১১ বলে ২ ছক্কা, ১১ চারে সাজানো ১২৩ রানের ইনিংস।
কিউই পেসার মিচেল ম্যাকক্লেনাঘান ৪ উইকেট নিয়েছেন ৬৮ রানে
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ২৯২/৭, ৫০ ওভার (রাইডার ১৮, উইলিয়ামসন ৭১, টেলর ৫৫, ব্রেন্ডন ম্যাককালাম ৩০, অ্যান্ডারসন ৬৮*, রনচি ৩০; শামি ৪/৫৫)।
ভারত : ২৬৮/১০, ৪৮.৪ ওভার (ধাওয়ান ৩২, কোহলি ১২৩, রায়না ১৮, ধোনি ৪০, অশ্বিন ১২; ম্যাকক্লেনাঘান ৪/৬৮, অ্যান্ডারসন ২/৫১)।
ফল : নিউজিল্যান্ড ২৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : কোরি অ্যান্ডারসন।
Discussion about this post