রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে ব্যাট হাতে জবাব দিচ্ছে বাংলাদেশও। আজ শুক্রবার সাদমান ইসলাম-মুশফিকুর রহিমরা দারুণ লড়লেন। চার ফিফটিতে টেস্টের প্রথম ইনিংসে তৃতীয় দিনটি দারুণ কাটাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল দিন শেষ করে তারা ৫ উইকেটে ৩১৬ রানে। এখনো পিছিয়ে ১৩২ রানে।
উইকেট আছেন দুই ব্যাটার মুশফিক ও লিটন দাস। মুশফিকের ৫৫ ও লিটনের ৫২ রান স্বস্তি দিচ্ছে। এই দিনই আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫ হাজার রানও ছুঁয়ে ফেলেন মুশফিক।
এর আগে সাদমান ইসলাম প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নেমে ৯৩ রানের ইনিংস খেলেন। ১৮৩ বলের ইনিংসে ১২টি চার। মুমিনুল হক ফেরেন ৫০ রানে।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান ১ম ইনিংস: ১১৩ ওভারে ৪৪৮/৬ (ডি.) (আগের দিন ১৫৮/৪) (শাকিল ১৪১, রিজওয়ান ১৭১*, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২৩-৪-৭৭-২, হাসান ২৩-৪-৭০-২, নাহিদ ১৯-০-১০৫-০, মিরাজ ২১-১-৮০-১, সাকিব ২৭-৩-১০০-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৯২ ওভারে ৩১৬/৫ (আগের দিন ২৭/০) (সাদমান ৯৩, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, মুশফিক ৫৫*, সাকিব ১৫, লিটন ৫২*; আফ্রিদি ১৮-৩-৫৫-০, নাসিম ২০-৪-৭৭-১, শাহজাদ ১৯-৩-৪৭-২, আলি ১৫-২-৪২-১, সালমান ১৫-১-৫৩-০, সাইম ৫-১-২৩-১)।
Discussion about this post