কোটা সংস্কার দাবিতে গড়ে উঠা আন্দোলন সংঘাতপ্রবণ হয়ে উঠছে। একদিন আগেই মারা গেছেন ৬জন। এমন পরিস্থিতি সরব হলেন ক্রিকেটাররাও। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্নতা প্রকাশ করে শান্তি কামনা করেছেন জাতীয় দলের তারকারা।
মঙ্গলবার থেকেই নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করে যার শুরুটা করেন জাতীয় দলের হার্ডহিটার ব্যাটার তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানরাও ফেসবুকে সরব হয়ে উঠেন।
তারকা ক্রিকেটার, সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে লিখেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।
সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’
আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয় আছেন শ্রীলঙ্কায়। সেখান থেকে লিখলেন, ‘সবকিছু থেকে দূরে আছি। তাই অনেক কিছুই দেখা হয়নি। আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। আর রক্তাক্ত না হোক।’ পেসার শরিফুল ইসলামও আছেন লঙ্কায়। তিনি লিখেছেন, ‘আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র। আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক।’
উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান তার ফেসবুকে লিখেছেন, ‘ভবিষ্যৎ বাংলাদেশের রক্ত আর দেখতে চাই না, শান্তি চাই।’
ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব লিখেছেন, ‘দেশটা আমাদের সবার।আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রুপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’
Discussion about this post