আগের ম্যাচেই দল পেয়েছিল অনায়াস জয়। কিন্তু বৃহস্পতিবার সমীকরণ মিলল না। ব্যাটারদের ব্যর্থতায় জিততে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জ। এদিন ক্যারিয়ার সেরা ইনিংসে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন ইরফান শুক্কুর। তারপর টপ অর্ডারের ব্যর্থতার পর দশ নম্বরে নেমে আব্দুল হালিম ফিফটি করলেও হার এড়াতে পারল না লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সবকিছু ছাপিয়ে কনকাশন বিতর্ক থাকল আলোচনায়!
বৃহস্পতিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে ৬৭ রানে জিতেছে শাইনপুকুর। ২৫৭ রানের লক্ষ্যে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে রূপগঞ্জ। টানা পাঁচ ম্যাচ জিতল আকবর আলির নেতৃত্বাধীন দল। প্রাথমিক পর্বে ৮ জয়ে দুই নম্বরে থেকে সুপার লিগ শুরু করবে দলটি। ৬ জয়ে ১২ পয়েন্ট পাওয়া রূপগঞ্জের সুপার লিগ খেলা নিয়ে শঙ্কা থাকল।
বিকেএসপিতে শতরান পেলেন শাইনপুকুরের ইরফান শুক্কুর। তার ৮৮ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ৯ উইকেটে ২৫৬ রান করে শাইনপুকুর। জবাবে লিজেন্ডস অব রূপগঞ্জ ৯ উইকেটে তুলে ১৮৯ রান। আবদুল হালিম অপরাজিত ৬৭ বলে ৬০ রানে।
খেলায় শাইনপুকুরের ইনিংসের সময় কনকাশন বিতর্কে খেলা বন্ধ থাকে ৩০ মিনিটের মতো। হালিমের করা ৪৩তম ওভারের চতুর্থ বলে দৌড়ে রান নিতে গিয়ে পেসার রবিউল হক চোট পান। রূপগঞ্জ ব্যাটিংয়ে নেমে দেখে রবিউলের কনকাশন সাব হিসেবে মাঠে শাইনপুকুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।
এরপরই রূপগঞ্জের কর্মকর্তারা এর প্রতিবাদ করেন। ম্যাচ রেফারি সাঈদ আসিফ হোসেনের সঙ্গে এ নিয়ে কথা হয় তাদের। একপর্যায়ে দুই দলের খেলোয়াড়রা ফিরে যান ড্রেসিংরুমে। শেষ পর্যন্ত লিজেন্ডস অব রূপগঞ্জ অধিনায়ক মাশরাফির মধ্যস্থতায় খেলা শুরু হয় ফের। সেই মুকিদুল ৮ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেন। আরেক পেসার নাহিদ রানা ৮ ওভারে ১১ রান তুলেন ৩ উইকেট।
এই ম্যাচে রূপগঞ্জের দাবি- শাইনপুকুর রবিউলের চোট নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে। রবিউলের পায়ের চোটকে মাথার চোট হিসেবে দেখিয়ে কনকাশন সাব নিয়মের সুযোগ নিয়েছে। তবে এ নিয়ে তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ করবে না বলে জানিয়েছে। কারণ অভিযোগ করে কোনো লাভ হয় না ঘরোয়া ক্রিকেটে।
রান আউট হয়ে হ্যামেস্ট্রিংয়ে টান পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রবিউল যান ড্রেসিংরুমে, অথচ শাইনপুকুরের ফিজিও’র রিপোর্টে দেখানো হয়েছে মাথায় আঘাত পেয়েছেন রবিউল! শাইনপুকুরের ফিজিও’র রিপোর্টের উপর নির্ভর করে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধকে ‘কনকাশন সাব’ হিসেবে ফিল্ডিংয়ে নামায় শাইনপুকুর।
ব্যাটিংয়ে নামার সময় ‘কনকাশন সাব’ মুগ্ধকে দেখে দুই আম্পায়ার আসাদুর রহমান, ইশতিয়াক আহমেদ এবং ম্যাচ রেফারি আসিফ হোসেন দিদারকে কারণ জানতে চান লিজেন্ডস অব রূপগঞ্জের যুগ্ম-সম্পাদক তারিকুল ইসলাম টিটু, টিম ম্যানেজার সাব্বির আহমেদ রুবেল। ‘কনকাশন সাব’ বিতর্ক শেষে মাশরাফির অনুরোধে মাঠে ফিরেছে লিজেন্ডস, তবে এ ঘটনা ক্রিকেটারদের মধ্যে সংক্রমিত করে যে, খেলায় পুরোপুরি মনোযোগ দেওয়ার সুযোগ থাকেনি।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৫৬/৯ (তানজিদ ২, জিসান ৪২, খালিদ ৩২, মার্শাল ৩৫, ইরফান ১০৬*, আকবর ৫, রবিউল ১৪, রিশাদ ০, মুরাদ ৮, নাঈম ২*; আল আমিন ১০-০-৫৪-১, হালিম ৯-১-৩৭-০, শুভাগত ১০-০-৫২-১, শহিদুল ৮-১-৩৯-১, মাশরাফি ১০-০-৫২-১, মুমিনুল ৩-০-১৮-১)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ১৮৯/৯ (তৌফিক ১৯, সাদমান ৫, মুমিনুল ০, ইমরানউজ্জামান ১৪, আমিনুল ৩৪, শামীম ৪, শুভাগত ৯, শহিদুল ২, মাশরাফি ৯, হালিম ৬০*, আল আমিন ২২*; নাহিদ ৮-৩-১১-৩, নাঈম ১০-১-৬১-২, মুরাদ ১০-১-৩৬-১, মুকিদুল ৮-১-১১-১, রিশাদ ১০-৩-৩১-২, তানজিদ ১-০-৮-০, জিসান ৩-০-২৪-০)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৬৭ রানে জয়ী
ম্যাচসেরা: ইরফান শুক্কুর
Discussion about this post