বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই মাঠে। সকাল ৯টা থেকে ছিল শুরুর সূচি। কিন্তু অংশগ্রহণকারী চার দলের কেউ ম্যাচের আগে মাঠে পৌঁছতে পারেনি। ম্যাচ অফিসিয়ালদের কেউও মাঠে পৌঁছতে পারেননি।
কারণ- ঢাকার সাভারে একটি তেলের লরি উল্টে আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি গাড়ি। সেই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণেই মাঠে যেতে পারেননি খেলোয়াড়-ম্যাচ অফিসিয়ালরা। বিকেএসপির ম্যাচগুলো স্থগিত করা হয়।
সাভারের জোড়পুলে সড়ক দুর্ঘটনার পর স্থগিত হয় শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্স ম্যাচ। সেই দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেই কয়েক কিলোমিটার লম্বা যানজটের কারণে দলগুলো বিকেএসপিতে যেতে পারেনি।
ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন জানান, বুধবার হবে এই দুটি ম্যাচ। বিকেএসপিতে আগামীকালের নির্ধারিত ম্যাচ দুটি বডিলি শিফট হয়ে পরশু অনুষ্ঠিত হবে।
সাভারের জোড়পুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় তেলবাহী একটি লরি উল্টে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে আশপাশে থাকা আরও চারটি গাড়ি পুড়ে যায়।
Discussion about this post