ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে এ মাসেই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালিন ঢাকা লিগের দলবদল করেছে ঢাকার শীর্ষ ১২ ক্লাব।
অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হককে দলে নিয়ে চমক দেখালো লিজেন্ডস অব রূপগঞ্জ। সঙ্গে সাবেক চ্যাম্পিয়নদের দলে আছেন অভিজ্ঞ আর তারুণ্যের মিশেল!
১২ ক্লাবের ১৩৪ ক্রিকেটার দলবদল করেছেন।
দলবদল শেষে কেমন হলো ঢাকা প্রিমিয়ার লিগের ১২ দল। এক নজরে দেখে নেওয়া যাক:
লিজেন্ডস অব রূপগঞ্জ
শামীম হোসেন, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, নিহাদ-উজ-জামান, আলিস আল ইসলাম, ইমরানুজ্জামান, সাদমান ইসলাম, আলাউদ্দিন আহমেদ, মেহেদী হাসান, শুভাগত হোম চৌধুরী, সুমন খান, মমিনুল হক, মো. রিজওয়ান ও তৌফিক খান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
মো. আকবর আলী, তানজিদ হাসান তামিম, আব্দুল্লাহ আল তৌফিক, মার্শাল আইয়ুব, মোহাম্মদ ইলিয়াস, রবিউল হক, মুকিদুল ইসলাম মুগ্ধ, ইরফান শুক্কুর, শাহরিয়ার সাকিব, এনামুল হক, জাওয়াদ মোহাম্মদ রোয়েন, এস.এম মেহেরাব হাসান ও আরাফাত সানী।
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি
মেহরাব হোসেন জোসি, ইফতেখার সাজ্জাদ রনি, সাঈদ সরকার, ইফতেখার হোসেন ইফতি, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, তৌফিক আহমেদ ও আরিদুল ইসলাম আকাশ।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
ফয়সাল আহমেদ রাইয়ান, মাসুম খান টুটুল, আল-আমিন, পিনাক ঘোষ, রুয়েল মিয়া, প্রীতম কুমার, আরিফুল ইসলাম ইমন, সাব্বির হোসেন শিকদার ও মঈন খান।
সিটি ক্লাব
সাদিকুর রহমান, কফিল উদ্দিন, আসাদুল্লাহ হিল গালিব, সাজ্জাদুল হক রিপন, আশিক উল আলম নাঈম, রনি চৌধুরী, মোহাম্মদ হাসানুজ্জামান, মঈনুল ইসলাম সোহেল, সঞ্জিত সাহা, কে.এইচ. মাহফুজুর রহমান টিটু, সোহেল রানা ও মাহেদী হাসান।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
শামসুর রহমান, ফরহাদ হোসেন, আরাফাত সানী মৃধা, মাহফিজুল ইসলাম, রোহানাত দৌল্লা বর্ষণ, নাবিল সামাদ চৌধুরী, মানিক খান, কাজী অনিক ইসলাম, আইচ মোল্লা, আসাদুল্লাহ আল গালিব, আশফাক আহমেদ রোহান, শফিউল হায়াত, আরিফুল ইসলাম জনি, আবু হাশেম, আব্দুল্লাহ আল মামুন, জসিম উদ্দীন ও সোহাগ গাজী।
পারটেক্স স্পোর্টিং ক্লাব
আজমীর আহমেদ, মুনীম শাহরিয়ার, মিজানুর রহমান, মুক্তার আলী, আকসার আহমেদ, শামসুল ইসলাম, তানভীর হায়দার খান, রাকিবুল আতিক, আসাদুজ্জামান পায়েল, মাইসুকুর রহমান, এ.কে.এস. স্বাধীন, আহরান আমিন, সৈয়দ অনিম আশরাফুল, অভিষেক মিত্র, জাহিদুজ্জামান খান, মোহর শেখ, আব্দুল গাফফার রনি, রজিবুল ইসলাম ও সাকলায়েন সজীব।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
সানজামুল ইসলাম, এনামুল হক, সাব্বির রহমান, সৌম্য সরকার, আশিকুর জামান, নাঈম ইসলাম, নাজমুল ইসলাম অপু, পারভেজ হোসেন ও হাসান মাহমুদ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
ইয়াসির আরাফাত, ইয়াসির আলী রাব্বী, টিপু সুলতান, সাকিব আল হাসান ও রিপন মন্ডল।
আবাহনী লিমিটেড
তাওহীদ হৃদয়, সাব্বির হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
প্রান্তিক নওরোজ নাবিল, আবু হায়দার রনি, আসিফ হাসান মিতুল, নাঈম হাসান, মোস্তাকিম হোসেন হাসিব, শহীদুল ইসলাম ও নাসুম আহমেদ।
ব্রাদার্স ইউনিয়ন
অমিত মজুমদার, মনির হোসেন, মাহমুদুল হাসান, সাকিল হোসেন, সালাউদ্দিন শাকিল, জুবায়ের হোসেন, মেরাজ মাহবুব, আব্দুল মজিদ, জাকিরুল আহমেদ, আসিফ আহমেদ রাতুল, আব্বাস মুসা আলভী, দেলোয়ার হোসেন, ইমতিয়াজ হোসেন, আবু জায়েদ চোধুরী রাহী, মো. রহমতউল্লাহ, আলী মোহাম্মদ ও নাঈম ইসলাম।
Discussion about this post