বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মানেই যেন ছিল শিরোপা নিশ্চিত! কিন্তু এবার পাল্টে গেলো সেই হিসাব, তাদেরকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন প্রথমবারের মতো ফরচুন বরিশাল।
রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ফাইনালে হারের তিক্ত স্বাদ পেল এই প্রথম। বরিশালের কোনো ফ্র্যাঞ্চাইজি চারবার ফাইনাল খেলে শিরোপা জিতল প্রথমবারের মতো।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বরিশালকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয় বোলাররা। কুমিল্লার দাপুটে ব্যাটিং লাইন আপকে তারা আটকে রাখে, লিটন দাসের দল তুলে ২০ ওভারে ১৫৪ রানে।
জবাবে নেমে বরিশাল ম্যাচ জিতে নেয় ৬ বল হাতে রেখে। জয়ের নায়ক কাইল মায়ার্স। বোলিংয়ে ২৬ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৩০ বলে ৪৬ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৪/৬ (নারাইন ৫, লিটন ১৬, হৃদয় ১৫, চার্লস ১৫, মাহিদুল ৩৮, মইন ৩, জাকের ২০*, রাসেল ২৭*; মেয়ার্স ৪-০-২৬-১, সাইফ ৪-০-৩৭-১, ফুলার ৪-০-৪৩-২, তাইজুল ৪-০-২০-০, ম্যাককয় ৪-০-২৪-১)।
ফরচুন বরিশাল: ১৯ ওভারে ১৫৭/৪ (তামিম ৩৯, মিরাজ ২৯, মেয়ার্স ৪৬, মুশফিক ১৩, মাহমুদউল্লাহ ৭*, মিলার ৮*; তানভির ৩-০-২৪-০, রোহানাত ১-০-১৫-০, নারাইন ৪-০-২১-০, মুস্তাফিজ ৪-০-৩১-২, মইন ৪-০-২৮-২, রাসেল ৩-০-৩৩-০)।
ফল: ফরচুন বরিশাল ৬ উইকেটে জয়ী।
ফাইনালসেরা: কাইল মেয়ার্স।
Discussion about this post