বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন দুই কোচকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নতুন ব্যাটিং কোচ হয়েছেন ডেভিড হেম্প। নতুন বোলিং কোচ করা হয়েছে আন্দ্রে অ্যাডামসকে। দুই কোচের সঙ্গেই দুই বছরের চুক্তি হয়েছে। আসছে শ্রীলঙ্কা সিরিজ থেকে জাতীয় দলের দায়িত্ব বুঝে নেবেন দুজন।
মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। আনুষ্ঠানিকভাবে ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দিয়েছে। বোলিং কোচ নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার আন্দ্রে অ্যাডামস।
ব্যাটিং কোচ হতে আগ্রহ দেখিয়েছিলেন স্টুয়ার্ট ল। সাবেক জাতীয় দলের প্রধান কোচ কিছুদিন আগেই অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন কোচ হিসেবে। এ অবস্থায় যুব ক্রিকেটের ল’কে নতুন করে নিয়োগ দেওয়ার কথা চলছে।
হেম্পকে নিয়োগ দেওয়ার পেছনে বড় দুটি কারণ হলো- এইচপি ও বাংলা টাইগার্সে কাজ করাকালীন ক্রিকেটারদের উন্নতিতে তার পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। একম বেতন-বোনাস-ভাতায় কাজ করতে আগ্রহী হেম্প।
বারমুডার সাবেক ব্যাটার খেলেছেন ২২ ওয়ানডে। ১ সেঞ্চুরিতে রান করেন ৬৪১। দুটি আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাও তার রয়েছে। বারমুডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও ইংল্যান্ডে সময় কেটেছে তার। ঘরোয়া ক্রিকেটে ওয়ারউইকশ্যায়ার, গ্লামরগানের হয়ে ২৭১ প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩০ সেঞ্চুরি ও ৮৬ ফিফটিতে সাড়ে ১৫ হাজারের ওপরে রান করেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন ৩০৯টি। ৮ সেঞ্চুরি ও ৩৪ ফিফটি। রান করেন ৬৮৪৪।
অবসরের পর ২০১৪ সালে অস্ট্রেলিয়ার প্রাহান ক্রিকেট ক্লাবের সহকারী কোচের দায়িত্ব নেন তিনি। ২০২০ সালে পাকিস্তান নারী ক্রিকেট দলের হেড কোচ ছিলেন।
নিউজিল্যান্ডের হয়ে অ্যাডামস ৪৭ ম্যাচ খেলেছেন। কিউই জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। অস্ট্রেলিয়ার সহকারী কোচও ছিলেন। নিউসাউথ ওয়েলস ব্রুজের প্রধান বোলিং কোচ হিসেবে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত কাজ করেছেন।
আগামী ৪ মার্চ শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি সিরিজ। এই লড়াইয়েই দেখা যাবে দুই দুজনকে।
Discussion about this post