ম্যাচটা ছিল সাকিব বনাম তামিম! কিন্তু চট্টগ্রামে সোমবার সেখানেই কীনা নায়ক আবু হায়দার রনি। রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল ম্যাচে চমক এই পেসারের।
জাতীয় দলের বাইরে থাকা বাঁহাতি পেসার দুর্দান্ত এক স্পেলে ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট নেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) বাংলাদেশের কোনো বোলারের সেরা বোলিং এটিই। রনি পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে। ২০১৭-১৮ মৌসুমে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ৫ উইকেট নেন ঢাকা ডায়নামাইটসের সাকিব। সব মিলিয়ে এটি বিপিএলের চতুর্থ সেরা বোলিং।
আবু হায়দার রনি ১৩তম ওভারে বল হাতে নেন। এরপর প্রথম ওভারেই ৩ উইকেট তুলে নেন। ৪-০-১২-৫, আবু হায়দার রনির বোলিং ফিগার।
এবারের বিপিএলে শুরু থেকে বেঞ্চে বসে থাকা আবু হায়দার রনি প্রথম সুযোগ পান রংপুরের ষষ্ঠ ম্যাচে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ৬ রান দেন, পাননি কোনো উইকেট। এরপর ছিটকে যান একাদশের বাইরে। চার ম্যাচ পর এই ম্যাচ দিয়ে ফিরেই গড়লেন রেকর্ড!
৮৭ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারে ক্যারিয়ারে এটিই তার সেরা বোলিং। আগের সেরা ২০১৫ সালের বিপিএলে রংপুরের বিপক্ষে ১৯ রানে ৪ উইকেট। সেবারই এক ম্যাচে ৪ উইকেট নেন তিনি। আবার বিপিএল দিয়েই ফিরলেন আবু হায়দার নি!
Discussion about this post