লড়াইটা ছিল সাকিব আল হাসান ও তামিম ইকবালের। যেখানে শেষ হাসি তামিমেরই। রংপুর রাইডার্সের বিপক্ষে জিতেছে তার দল ফরচুন বরিশাল। সৈয়দ খালেদ আহমেদ ক্যারিয়ার সেরা বোলিংয়ে রংপুর রাইডার্সকে অল্পে আটকাতে খালেদ রাখলেন বড় ভূমিকা। ছোট লক্ষ্য সামনে পেয়ে দারুণ জয় তুলে নেয় ফরচুন বরিশাল।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুরকে ৫ উইকেটে হারাল বরিশাল। রংপুরের ১৩৪ রান ৫ বল হাতে রেখে টপকে গেছে তামিম ইকবালের দল।
এদিকে দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে চট্টগ্রাম তুলে মাত্র ১২১ রান। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খুলনা।
বরিশালের জয়ের নায়ক খালেদ। তিনি ৩১ রানে নেন ৪ উইকেট। এই ফরম্যাটে এটিই তার প্রথম ৪ উইকেট। গত আসরের সেরা তিন দলের প্রতিটিই এবারের যাত্রা শুরু করল হার দিয়ে। শুক্রবার দশম বিপিএলের টুর্নামেন্টের উদ্বোধনী দিন হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রানার্সআপ সিলেট স্ট্রাইকার্স।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৩৪/৯ (কিং ০, রনি ৫, সাকিব ২, সোহান ২৩, ওমারজাই ৬, শামিম ৩৪, নবি ১০, মেহেদি ২৯, মুরাদ ৭*, হাসান ০, সালমান ৮*; ইমরান ৪-০-৩২-১, খালেদ ৪-০-৩১-৪, ওয়েলালাগে ৪-০-১৭-১, রকিবুল ৪-০-৩১-০, মিরাজ ৩-০-১৩-২, মালিক ১-০-৯-১)
ফরচুন বরিশাল: ১৯.১ ওভারে ১৩৮/৫ (তামিম ৩৫, ইব্রাহিম ১২, মিরাজ ২০, সৌম্য ১, মুশফিক ২৬, মালিক ১৭*, মাহমুদউল্লাহ ১৯*; ওমারজাই ১-০-১২-০, সালমান ২-০-১৫-০, হাসান ৩-০-২৫-০, মেহেদি ২.১-০-২৪-০, সাকিব ৪-০-১৬-২, নবি ৩-০-২৫-১, মুরাদ ৪-০-১৭-২)
ফল: ফরচুন বরিশাল ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৈয়দ খালেদ আহমেদ
Discussion about this post