দিনটা ছিল নাজমুল হোসেন শান্তর। সিলেট টেস্টে বৃহস্পতিবার হাসল তার ব্যাট। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টানা তিন টেস্ট ইনিংসে সেঞ্চুরির সুযোগ ছিল তার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই তুলে নিলেন এক সেঞ্চুরি। অনন্য এক কীর্তিও গড়লেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অধিনায়কত্বের প্রথম ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন শান্ত।
নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় ইনিংসে তিন অঙ্কের মাইলফলকে পৌঁছান তিনি। প্রথম ইনিংসে ৩৭ রান তুললেও দ্বিতীয় ইনিংসে ১০৪ রানে ব্যাটিংয়ে তিনি। তার সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। ৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের তুলেছে ৩ উইকেটে ২১২ রান। লিড ২০৫ রানের। ৪৩ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।
এদিকে ২০০৯ সালে নিজের অধিনায়কত্বের অভিষেক ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব। শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরিতে ছাড়িয়ে গেলেন সাকিবকে। নেতৃত্বের টেস্ট অভিষেকে বাজিমাত তার।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১০১.৫ ওভারে ৩১০/১০ (জেমিসন ২৩, সাউদি ৩৫, এজাজ ০*; শরিফুল ১৩-২-৫৪-১, মিরাজ ২২-৩-৬৪-১, তাইজুল ৩৯-৯-১০৯-৪, নাঈম ২৪-৩-৭৩-১, মুমিনুল ৩.৫-১-৪-৩)
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৮ ওভারে ২১২/৩ (জয় ৮, জাকির ১৭, শান্ত ১০৪*, মুমিনুল ৪০, মুশফিক ৪৩*; সাউদি ১২-৩-২২-০, জেমিসন ৯-৩-১৯-০, এজাজ ২৩-১-৯৪-১, ফিলিপস ১২-৩৬-০-, সোধি ১২-১-৪১-০)।
Discussion about this post