বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে এবার টেস্ট ক্রিকেটের ব্যস্ততা শুরু বাংলাদেশের। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের ১০২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শাহাদাত হোসেন দিপুর।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে নবাগত দিপুকে টেস্ট ক্যাপ তুলে দেন বাংলাদেশ দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন শাহাদাত। আফগানিস্তানের বিপক্ষে সে সিরিজে মাঠা নামা হয়নি এই তরুণ ব্যাটারের। এবার অভিষেক হয়ে গেল!
এদিকে বাংলাদেশ জাতীয় দলের ত্রয়োদশ অধিনায়ক হিসেবে সিলেটে যাত্রা শুরু হলো নাজমুল হোসেন শান্তর। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের ইনজুরি আর সহ অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে শান্তর টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন।
২১ বছর বয়সী শাহাদাতের ২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়। ২২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১৩৮৩ রান করেন ২টি সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি।
Discussion about this post