তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঠিকই আস্থা রেখেছে তারওপর। এবার বিশ্বকাপ মিশনে বাংলাদেশ প্রত্যাশা মতো খেলতে না পারায় ফের তোপে মিনহাজুল আবেদীন নান্নু। বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক প্যানেলে প্রায় এক যুগ ধরে আছেন তিনি। টানা সাত বছর ধরে তিনি প্রধান নির্বাচক। এক টানা একজনের থাকা নিয়ে এবার প্রশ্ন তুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আশরাফুল যিনি এখন বিশ্লেষক হিসেবে কাজ করছেন তিনি জানালেন-দল নির্বাচন প্রক্রিয়ায় বদল আসা দরকার। খোদ অ্যাশ নির্বাচক হওয়ার আগ্রহ জানালেন। চলতি বিশ্বকাপে বিশেষজ্ঞের ভূমিকায় আছেন তিনি। ভারতের বিভিন্ন ভেন্যুতে ঘুরে বাংলাদেশের প্রতিটি ম্যাচ মাঠ থেকে দেখেছেন।
তাইতো তার মনে হয়েছে দল ঠিকঠাক চলছে না। কাকে কখন কোথায় খেলানো হবে তা নিয়ে অগোছালো অবস্থা দেখছেন আশরাফুল ।
প্রধান নির্বাচকের দিকে আঙুল তুলে বৃহস্পতিবার পুনেতে গণমাধ্যমের সামনে বললেন, ‘একটা মানুষ ১২ বছর ধরে আছেন, একই চিন্তা হবে। এটা (প্রধান নির্বাচক) লম্বা সময় থাকার পজিশন না। বেশি হলে তিন-চার বছর হতে পারে। তাহলে এত কোচ কেন আমরা বদল করলাম।’
সঙ্গে যোগ করলেন, ‘২৬-২৭ বছর ধরে খেলছি। আমার ইচ্ছাও ক্রিকেটের সঙ্গে থাকা। এই ধরণের সুযোগ এলে অবশ্যই আমি চিন্তা করব।’
সাকিব আল হাসান ইনজুরিতে বিশ্বকাপ দলে এসেছেন এনামুল হক বিজয়। এমন একজনকে নিয়ে আসা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এনামুল হক বিজয় যেমন চারদিনের ম্যাচ থেকে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি খেলেও আমি সন্দিহান যে কতটা কি করতে পারবে। কারণ ওই ধরণের কোয়ালিটি বোলিং খেলে আসেনি আবার ওই ধরণের খেলাও খেলে আসেনি। এতদিন ছেড়ে ছেড়ে খেলার চিন্তা করে এসেছে। এখন তার ওয়ানডে খেলতে হবে। এইসব নিয়ে আরও ভালো পরিকল্পনা করা উচিত।’
Discussion about this post