বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনায় থাকা তামিম ইকবালকে ছাড়া ১৫ ঘোষণা করল বিসিবি। সাামজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে এবার বিশ্বকাপ দল দিল টাইগাররা। বিশ্বকাপ জার্সি দিয়ে স্কোয়াড ঘোষণায় ভিন্নতা দেখাল বাংলাদেশ।
এবার বাংলাদেশ ৬ ভেন্যুতে খেলবে বিশ্বকাপে তাদের ৯ ম্যাচ। দুটি করে ম্যাচ ধর্মশালা, পুনে ও কলকাতায়। চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে অন্য তিন ম্যাচ খেলবে বাংলাদেশ।
ওয়ানডে বিশ্বকাপে ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের সামনে আফগানিস্তান। এই মাঠেই তিনদিন পর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
এদিকে হেসে-খেলে তৃতীয় ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করলোনিউজিল্যান্ড। ১৭২ রান তাড়া করতে নেমে ৯১ বল হাতে রেখে কিউইরা ৭ উইকেটে জয় তুলে নেয়। নিকোলস ৫০ ও ব্লান্ডেল ১৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন শরিফুল।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
Discussion about this post