ক্রিকেট আরও একবার আনন্দে ভাসাল বাংলাদেশ ক্রিকেট। এশিয়ান গেমসের এবারের আসরে প্রথম পদক জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার চীনের হ্যাংজুর ঝেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক তুলে নেয় বাংলাদেশ। এটিই এশিয়ান গেমসে ৮ বছর পর পাওয়া কোনো পদক।
২০১৪ সালে এশিয়ান গেমস নারী ক্রিকেটে এই পাকিস্তানের কাছে হেরে রৌপ্য পদক জেতে বাংলাদেশ। ৯ বছর পর সেই পাকিস্তানকে হারিয়েই এলো পদক। ২০১০ সালে নারী ক্রিকেট দল জিতেছিল রৌপ্য।
ব্রোঞ্জ পদকের ম্যাচে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানকে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানের বেশি তুলতে পারেনি। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে য়ের বন্দরে পা রাখে বাংলাদেশ।
ম্যাচে উদ্বোধনী জুটিতে শারমিন সুলতানা ও সাথী রানী ৪.৬ ওভারে ২৭ রান তুলে পথ দেখান। যদিও এরপর ৩০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। তারপর ষষ্ঠ উইকেটে স্বর্ণা আক্তার অপরাজিত ১৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ছাড়েন মাঠ। ২ রানে অপরাজিত থাকেন সুলতানা খাতুন।
পাকিস্তানের নাশরা সান্ধু ৪ ওভারে ১ মেডেনসহ ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও নিদা দার।
পাকিস্তানের ইনিংসকে বড় হতে দেননি স্বর্ণা ও সানজিদা আক্তার মেঘলা। স্বর্ণা ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। মেঘলা ৪ ওভারে ১১ রান দিয়ে তুলেন ২টি উইকেট। মারুফা আক্তার ৩ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে ১টি উইকেট নেন। ৫ ওভারে ১৫ রান দিয়ে ১টি উইকেট নেন নাহিদা আক্তার। আর ৪ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট তুলেন রাবেয়া খান।
Discussion about this post