কথায় আছে শেষ ভাল যার সব ভাল তার! কিন্তু এই কথাটা পুরোপুরি ঠিক নয়। এই যেমন বাংলাদেশ এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারালেও সন্তুষ্ট থাকতে পারছে না। সুপার ফোর খেলেই যে মিশন শেষ সাকিব আল হাসানদের।
পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপ মিশন শেষে শনিবার সকালে দেশে ফিরল বাংলাদেশ দল। বেলা সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাকিবরা। ভারতের বিপক্ষে সুপার ফোরের নিজেদের শেষ ম্যাচ খেলেই দেশের উদ্দেশে রওয়ানা দেন টাইগাররা।
এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হেরে শুরু হয় মিশন। পরের ম্যাচে আগফানিস্তানের বিপক্ষে বড় জয়ে সুপার ফোর নিশ্চিত করলেও এরপর প্রথম দুই ম্যাচেই হারে সাকিব আল হাসানের দল। শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় তুলে নেয় দল।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না সাকিবরা। ২১ সেপ্টেম্বর নতুন মিশন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। এরপরই ভারতে ওয়ানডে বিশ্বকাপ লড়াই।
এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারাল ১১ বছর পর। এই জয়ের পর সাকিব বলেন, ‘আমাদের দলটা ভালো। একাধিক ক্রিকেটার ইনজুরিতে আছে। এছাড়া কিছু খেলোয়াড় বাইরে যাচ্ছে আবার ফিরছে। এটা আমাদের কাজে আসছে না। আমি মনে করি বিশ্বকাপে আমরা ভয়ংকর দল হবো।’
Discussion about this post