এবার সত্যিই চলে গেলেন তিনি। দিন কয়েক আগেই খবর ছড়িয়েছিল মারা গেছেন জিম্বাবুয়াইন কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। যদিও এরপর জানা যায় সেটি গুঞ্জন! স্ট্রিক নিজেই জানিয়েছিলেন তিনি বেঁচে আছেন! কিন্তু এবার চলেই গেলেন সাবেক এই ক্রিকেটার। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন তিনি। স্ট্রিকের মৃত্যুর খবরটি নিশ্চিত করলেন তার স্ত্রী নাদিনে স্ট্রিক।
টাইগারদের সাবেক কোচের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় লিখলেন, ‘২০২৩ সালে ৩ সেপ্টেম্বর ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার সন্তানদের বাবা চলে গেলেন। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারও তোমাকে আঁকড়ে ধরি।’
৪৯ বছর বয়সে চলে গেলেন স্ট্রিক। কোলন ও লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় চলছিল চিকিৎসা। কিন্তু এই লড়াই শেষে আর ফেরা হলো না!
১৯৯৩ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক তার। এরপর ২০০০-২০০৪ সাল অব্দি দেশের হয়ে অধিনায়ক ছিলেন। জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচ খেলেন। ওয়ানডেতে ২৩৯ ও টেস্টে ২১২ উইকেট নেন স্ট্রিক। টেস্টে ১৯৯০ ও ওয়ানডে তার ব্যাট থেকে এসেছে ২৯৪৩ রান।
২০০৫ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানেন স্ট্রিক। এরপর যুক্ত হয়েছিলেন কোচিংয়ের সঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন তিনি।
Discussion about this post