এশিয়া কাপ শেষ মিশন শেষ হতেই আরেকটা লড়াইয়ে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ দল। দেশের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ। বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। যদিও এই লড়াইয়ে বাংলাদেশে তারা দ্বিতীয় সারির দল পাঠাবে তারা। দলটির নেতৃত্বে ডানহাতি পেসার লকি ফার্গুসন। এবারই প্রথম জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি।
এমনিতে এখন নিউজিল্যান্ড দলটির নেতৃত্বে আছেন টম ল্যাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন না থাকায় ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তিনি। বিশ্বকাপ সামনে থাকায় বাংলাদেশ সফরে ল্যাথামকে বিশ্রামে রাখা হয়েছে। সিনিয়রদের মধ্যে ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার ও টিম সাউদিও পেলেন বিশ্রাম।
বিশ্বকাপের আগে এক সপ্তাহে ৩ ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ টি-টুয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছিল নিউজিল্যান্ড। তখনও এসেছিল তাদের দ্বিতীয় সারির দল।
নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন চোট সেরে উঠেনি। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে মার্ক চ্যাপম্যান ও জিমি নিশাম ছুটি নিয়েছেন।
১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে কিউই দল। ২১ সেপ্টেম্বর মিরপুরে শেরেবাংলায় প্রথম ম্যাচ। ২৩ ও ২৬ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচের ভেন্যুও হোম অব ক্রিকেট।
বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দল
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, কাইল জেমিসন, অ্যাডাম মিল্নে, ইশ সোধি, ব্লেয়ার টিকনার ও ট্রেন্ট বোল্ট।
Discussion about this post