ইঙ্গিতটা আগেই ছিল। এবার সেই ইঙ্গিত পেলো বাস্তবতার ছোঁয়া। ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে কাংখিত ভারত-পাকিস্তান লড়াইয়ের সূচিটা পাল্টে গেলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৫ অক্টোবর হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই ম্যাচের দিন-তারিখ পাল্টে গেল। নতুন সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর হবে একই ভেন্যুতে।
এখানেই শেষ নয়, বিশ্বকাপের সূচিতে আরও কিছু পরিবর্তন আসবে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবেেসেই সূচি।
ভারত-পাকিস্তানের ম্যাচের দিন নবরাত্রি উৎসব। আহমেদাবাদে এই উৎব পালন করা হয় জমকালোভাবে। এমন দিনে ভারত -পাকিস্তানের ম্যাচটি আয়োজন করা হলে নিরাপত্তা ঝুঁকি হতে পারে। এ কারণেই নিরাপত্তা বিভাগ ও আহমেদাবাদের পুলিশের পক্ষ থেকে সূচি পরিবর্তনের জন্য জানানো হয় বিসিসিআইকে। তার পথ ধরে পাল্টে গেল ম্যাচের সূচি!
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই। এই ম্যাচের টিকিট ছাড়ার ১ ঘণ্টার মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে।
আসছে অক্টোবরের শুরুতেই শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ভারতের ১০টি শহরে অনুষ্ঠিত হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। সেমি ফাইনাল হবে মুম্বাই ও কলকাতায়। আহমেদাবাদ, দিল্লি, লক্ষ্ণৌ, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ।
ভারত-বাংলাদেশ ছাড়াও এই বিশ্বকাপে লড়বে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।
Discussion about this post