মনে হচ্ছিল একেবারে অনায়াসে জিততে যাচ্ছে বাংলাদেশ দল। তাওহিদ হৃদয় আর শামীম পাটোয়ারীর ব্যাটে উঁকি দিচ্ছিল জয়। কিন্তু কে জানতো শেষ ওভারে এসে এমন নাটকীয়তা হবে। রোমাঞ্চ ছড়ানো সেই ওভারে হ্যাটট্রিক করলেন আফগানিস্তানের করিম জানাত। যদিও এই পেসারকে হতাশ করে শেষ অব্দি ২ উইকেটে জিতল বাংলাদেশ।
জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। করিম জানাতের প্রথম বলে কাভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন মেহেদী হাসান মিরাজ। ৫ বলে চাই ২ রান। পুল করতে গিয়ে আউট মিরাজ। ৬ বলে ৮ রান তার ব্যাটে। তাসকিন শর্ট-ওয়াইড বলে খোঁচা দেন উইকেটের পেছনে। ২ বলে ২ উইকেট শেষ! নাসুম এসেই আউট, হ্যাটট্রিক করিম জানাতের। শেষ ২ বলে চাই ২ রান। এরপর শরিফুল দারুণ কাটে চার মেরে এনে দেন রোমাঞ্চকর জয়।
সিলেটে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে সাকিব আল হাসানের বাংলাদেশ।
অথচ টানা তিন বলে মিরাজ, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ হলে শঙ্কা জেগেছিল। তারপর চার মেরে ম্যাচ শেষ করেন শরিফুল ইসলাম। শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাপিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান তাওহিদ হৃদয় ও শামীম হোসেন। একাদশ ওভারে ৬৪ রানে ৪ উইকেট হারানোর পর মাত্র ৪৩ বলে ৭৩ রানের জুটি গড়েন দু’জন।
তরুণ শামীম ২৫ বলে ৩৩ রান করে আউট। হৃদয় লড়ে যান শেষ অব্দি। ৭ ম্যাচের টি-টুয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংসে ৪৭ রান করেন তিনি। ৩২ বলের ইনিংসে ৩ চারের সঙ্গে ছিল দুটি ছক্কা। আফগানিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করেন করিম জানাত। বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়া পঞ্চম বোলার তিনি। বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রেট লি (২০০৭), লাসিথ মালিঙ্গা (২০১৭), দিপক চাহার (২০১৯), ন্যাথান এলিস (২০২১)।
তবে এদিন জয়ের নায়ক হৃদয়। তার ব্যাটেই যে হার বসা ম্যাচে এনে দিলেন স্বস্তির জয়। টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ সিলেটের মাঠেই আগামী রোববার।
সংক্ষিপ্ত স্কোর-
আফগানিস্তান: ২০ ওভারে ১৫৪/৭ (জাজাই ৮, গুরবাজ ১৬, ইব্রাহিম ৮, করিম ৩, নবি ৫৪, নাজিবউল্লাহ ২৩, ওমরজাই ৩৩, রশিদ ৩, মুজিব ০; নাসুম ৩-০-২০-১, তাসকিন ৪-০-২৯-১, শরিফুল ৩-০-৩০-১, সাকিব ৪-০-২৭-২, মুস্তাফিজুর ৪-০-৩১-১, মিরাজ ২-০-১৩-১)
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৫৭/৮ (লিটন ১৮, রনি ৪, শান্ত ১৪, সাকিব ১৯, হৃদয় ৪৭, শামীম ৩৩, মিরাজ ৮, তাসকিন ০, নাসুম ০, শরিফুল ৪; ফারুকি ৪-০-৩৬-১, মুজিব ৪-০-২২-১, ওমরজাই ৩-০-৩৪-১, রশিদ ৪-০-২৪-১, ফরিদ ২-০-১৭-১, নবি ১-০-৮-০, করিম ১.৫-০-১৫-৩))
ফল: বাংলাদেশ ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তাওহিদ হৃদয়
Discussion about this post