রীতিমতো সরগরম ছিল বাংলাদেশ ক্রিকেট অঙ্গন! তামিম ইকবাল ইস্যুতে টালমাটাল দৃশ্যপট। তবে সেই ঝড় থেমেছে। তামিম অবসরের সিদ্ধান্ত পাল্টেছেন। ওয়ানডে অধিনায়কের সিদ্ধান্ত পাল্টে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মধ্যস্থতা করেছেন মাশরাফি বিন মর্তুজা। তিনিই তামিমকে নিয়ে যান প্রধানমন্ত্রীর কাছে!
এ অবস্থায় প্রধানমন্ত্রীর এই ভালোবাসাকে সম্মান করে নিজেদের কাজটা ঠিক করে করার অনুরোধ করলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তামিমকে ডেকে নিয়ে নির্দেশ দেন অবসর ভাঙে ফিরে আসার। সেই নির্দেশ ফেলতে পারেননি তামিম। তারপরই খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা মনে করিয়ে দেন মাশরাফি। যিনি এখন সংসদ সদস্যও।
মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাকিবের ডেঙ্গু হলে, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, “চলে আসো গণভবনে।” তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এরকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা, সবকিছুর খেয়াল রাখেন।’
‘প্রিয় খেলোয়াড় ভাইরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা। দেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে আপনাদের দিকে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনও গ্যালারিতে, কখনও টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এই মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা।’
ক্রবার সন্ধ্যায় এসে মিলল সুখবর! ঢাকায় এসে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সিদ্ধান্ত বদলালেন তামিম। গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে অফিশিয়াল পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না।’
ছবিতে তামিমের সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা ইকবালও। তার আগে সাংবাদিকদের তামিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন এই তারকা ক্রিকেটার। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের সময় ছিলেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও।
Discussion about this post