টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ আফগানিস্তান মানেই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। ২০১৯ সালে প্রথম দেখাতেই তাদের বিপক্ষে দল পেয়েছে তিক্ত অভিজ্ঞতা। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে টেস্টে বাংলাদেশ হেরেছিল বাজেভাবে। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ সামনে টাইগারদের। চার বছর পর আবার আফগানিস্তানকে নিজ দেশে পাচ্ছে বাংলাদেশ। যদিও এই আফগানিস্তান আরও শক্তিশালী।
তাদের বিপক্ষেই আগামী ১৪ জুন ঢাকা শুরু সিরিজের প্রথম টেস্ট। এরপর জুলাইয়ে খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ। এ অবস্থায় আফগানিস্তানকে কঠিন প্রতিপক্ষ বলেই মানছেন তামিম ইকবাল।
ওয়ানডে অধিনায়ক গণমাধ্যমে বলেন, ‘দেখুন, আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’
আফগানিস্তান সিরিজের ক্যাম্প শুরু হচ্ছে এই প্রচণ্ড গরমে। রোববার যোগ দেবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি যোগ দিতেই শুরু হবে মূল অনুশীলন। তামিম তার আগে বলছিলেন, ‘পাঁচ-ছয় দিন ধরে আমরা অনুশীলনের মধ্যে আছি। অনেক গরম, এর মধ্যেও আমরা অনুশীলন করছি। প্রচণ্ড কষ্ট করছে সবাই। এই একটা ক্যাম্পে সাধারণত আমরা ফিটনেসে অনেক নজর দিই। ফিটনেসে অসম্ভব গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ব্যাটিং-বোলিং আছেই। আমার মনে হয়ে প্রধান কোচ এসে যাবেন ৩ বা ৪ জুন। তখন থেকে আমরা মূলত স্কিল ক্যাম্পে চলে যাবে। আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় ইন্টারেস্টিং সিরিজ, আমার কাছে মনে হয়। আফগানিস্তান মানসম্পন্ন দল।’
Discussion about this post