বেরসিক বৃষ্টিতে আরও একটা ম্যাচ পরিত্যক্ত। উইমেন’স চ্যাম্পিয়নশিপের আগের তিন ম্যাচে মাঠে নামতে পেরেছিলেন নিগার সুলতানারা। এবার মাঠের বাইরে থেকেই সবশেষ! মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বৃষ্টির কারণে টস পর্যন্ত হয়নি।
ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করায় পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ-শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা ৪ ওয়ানডেতে কোন ফল আসেনি। গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডের পর শ্রীলঙ্কায় দুই ম্যাচেও জিতল বৃষ্টি।
এর আগে এই কলম্বোর মাঠেই প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় শ্রীলঙ্কা। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান তোলার পরই নেমে আসে বৃষ্টি। তারপর খেলা আর মাঠে গড়ায়নি। এ অবস্থায় বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে লড়বে শ্রীলঙ্কা-বাংলাদেশের মেয়েরা।
৫ ম্যাচের চারটি পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে বাংলাদেশ দল। ৮ ম্যাচে এক জয় ও দুই পরিত্যক্ত ম্যাচ থেকে ৪ পয়েন্ট পেয়ে বাংলাদেশের পরই শ্রীলঙ্কা। ৬ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত।
ওয়ানডে মিশন শেষে আছে টি-টুয়েন্টি সিরিজ। ৯ মে থেকে শুরু হবে এই সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে। ম্যাচগুলো হবে কলম্বোতেই।
Discussion about this post