ফের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এবার অবশ্য লড়াই ইংল্যান্ডে। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই ভাগে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। রোববার রাত ১টা ৪০ মিনিটে টিম ম্যানেজমেন্টের বেশিরভাগ সদস্যকে নিয়ে উড়বে বাংলাদেশ দলের প্রথম ফ্লাইট। যেখানে নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি রাব্বিরাও আছেন।
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ ক্রিকেটাররা সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে দেশ ছাড়বেন। এই দুই ফ্লাইটে ইংল্যান্ড যাবেন ১২ জন ক্রিকেটার। লিটন কুমার দাস ইংল্যান্ডে যাবেন ২ মে। একইদিন দিল্লি ক্যাপিট্যালস ছেড়ে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য ভারত ছাড়ার কথা মুস্তাফিজুর রহমানের। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।
বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে দুই ভাগে। বড় অংশটিই যাবে ৩০ এপ্রিল রাতে। চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ৯, ১২ ও ১৪ মে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
Discussion about this post