নারী দলটাকে দেখে নিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাইতো অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রামে রেখে নতুনদের সুযোগ দিয়ে নতুন দল গঠনের পথে হাঁটল তারা। রুমানা আহমেদ, সালমা খাতুনদের মতো পরীক্ষিত খেলোয়াড়দের বিশ্রামে রেখে মঙ্গলবার শ্রীলঙ্কা গেল বাংলাদেশ নারী দল
আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের ৩ ওয়ানডে ও পরে সমানসংখ্যক টি-টুয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়লেন-শারমিন আক্তার সুপ্তা, রুমানা আহমেদ, সালমা খাতুন, মারুফা আক্তার ও দিলারা আক্তার। ওয়ানডে দলে ফিরলেন শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও সুলতানা খাতুন। টি-টুয়েন্টি দল থেকে বাদ পড়লেন মারুফা আক্তার, সালমা খাতুন, রুমানা আহমেদ।
২৯ এপ্রিল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২ ও ৪ মে। ৯ মে শুরু টি-টুয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ ১১ ও ১২ মে। ওয়ানডে সিরিজ হবে কলম্বোর পি সারা ওভালে। টি-টুয়েন্টি সিরিজ হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল
নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মুস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।
Discussion about this post