ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) গ্রুপ পর্ব শেষ। ঈদের ছুটি শেষে আগামী ১ মে থেকে শুরু হবে সুপার লিগ। প্রতি ম্যাচের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।
সুপার লিগে সুযোগ পাওয়া প্রত্যেক দল একে অপরের মুখোমুখি হবে। ১ মে থেকে শুরু হওয়া সুপার লিগে প্রতিদিন মাঠে গড়াবে তিনটি করে ম্যাচ। প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে একদিন রিজার্ভ ডে।
সুপার লিগ শুরুর দিনে শুরু হবে রেলিগেশন লিগের খেলাও। বিকেএসপির চার নম্বর মাঠে অনুষ্ঠিত হবে রেলিগেশন লিগের খেলা। ৯ মে শেষ হবে পয়েন্টের তলানিতে থাকা ৩ দলের অবনমন এড়ানোর লড়াই।
মিরপুর, ফতুল্লা ও বিকেএসপির দুই মাঠসহ মোট ৪ মাঠে ডিপিএলের সুপার লিগ ও রেলিগেশন লিগের খেলা হবে।
সুপার লিগের সূচি
১ মে
শেখ জামাল-গাজী গ্রুপ, ফতুল্লা
আবাহনী-মোহামেডান, মিরপুর
লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক, বিকেএসপি ৩
২ মে
রিজার্ভ ডে
৪ মে
শেখ জামাল-মোহামেডান, বিকেএসপি ৩
আবাহনী-প্রাইম ব্যাংক, ফতুল্লা
লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ, মিরপুর
৫ মে
রিজার্ভ ডে
৭ মে
শেখ জামাল-প্রাইম ব্যাংক, মিরপুর
আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ, বিকেএসপি ৩
মোহামেডান-গাজী গ্রুপ, ফতুল্লা
৮ মে
রিজার্ভ ডে
১০ মে
শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জ, ফতুল্লা
আবাহনী-গাজী গ্রুপ, বিকেএসপি ৩
প্রাইম ব্যাংক-মোহামেডান, মিরপুর
১১ মে
রিজার্ভ ডে
১৩ মে
শেখ জামাল-আবাহনী, মিরপুর
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ, ফতুল্লা
লিজেন্ডস অব রূপগঞ্জ-মোহামেডান, বিকেএসপি ৩
Discussion about this post