জয় রীতিমতো অভ্যাস হয়ে গিয়েছিল তাদের। চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে একটি দুটি নয়, টানা ৬ ম্যাচে জয়! সাফল্যের আকাশে উড়ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। কিন্তু মঙ্গলবার হোঁচট খেলো মাশরাফি বিন মর্তুজার দল। জেতার পথে থাকা ম্যাচে তীরে এসে তরী ডুবল। একটুর জন্য জয় বঞ্চিত লিজেন্ডসরা। তাদের বিপক্ষে ২৫ রানে জয় তুলে নিল রূপগঞ্জ টাইগার্স।
সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে ইমতিয়াজ হোসেন তান্নার সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স ৫ উইকেটে করে ২৮৭ রান। জবাবে নেমে মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জ আটকে যায় ৪৮.২ ওভারে ২৬২ রানে।
প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া চ্যালেঞ্জের মুখে ৮০ রান তুলতেই লিজেন্ডসরা হারায় ৪ উইকেট। তারপর পথ দেখান পারভেজ হোসেন ইমন ও চিরাগ জানি। ১২৫ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান দু’জন। ইমন সেঞ্চুরি ও চিরাগ ফিফটি করেন। কিন্তু শেষটাতে এসে পথ হারিয়ে সর্বনাশ!
ইনফর্ম চিরাগ জানি লড়েছিলেন। লিজেন্ডস অব রূপগঞ্জের এই ভারতীয় ব্যাটার স্বপ্ন দেখাচ্ছিলেন আরেকটি জয়ের। কিন্তু ৯৪ রানে তিনি ফিরতেই সব শেষ। লিগে প্রথম হার। ইমন ৯৯ বলে ৭টি করে চার ও ছক্কায় ১১১ রান করে ফেরেন সাজঘরে। ১১৫ বলে ৮ চারে চিরাগে করেন ৯৪ রান। তানবীর হায়দার করেন ১৪ রান।
রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৫ উইকেট তুলেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৩ উইকেট নেন নাসুম আহমেদ। রূপগঞ্জ টাইগার্সের জয়ের নায়ক ইমতিয়াজ হোসেন। ১০৯ বলে ১০০ রান করেন তিনি। নাঈম ইসলাম ৬৬ ও অঙ্কিত বাউনে করেন ৬৫ রান।
আগামী ৭ এপ্রিল লিজেন্ডস অব রূপগঞ্জ তাদের পরের ম্যাচে লড়বে আবাহনী লিমিটেডের সঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লায়।
সংক্ষিপ্ত স্কোর-
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৮৭/৫ (ইমতিয়াজ ১০০, ইমরানুজ্জামান ৩, সালমান ৪, নাঈম ৬৬, অঙ্কিত ৬৫, শামীম ২৩, আলাউদ্দিন ৮; চিরাগ ১০-১-৫০-১, হালিম ১০-১-৫৪-২, মাশরাফি ১০-১-৫১-২, নাঈম জুনি. ৯-১-৫৮-০, সোহাগ ৬-১-৩৫-০, তানবির ১-০-৯-০, আশিক ৪-০-২৫-০)
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৪৮.২ ওভারে ২৬২/১০ (ফারদিন ৯, পারভেজ ১১১, সাব্বির ৫, ইরফান ৫, আশিক ০, চিরাগ ৯৪, তানবির ১৪, সোহাগ ১, মাশরাফি ৬, হালিম ২, নাঈম জুনি. ০*; হাসান ১০-০-৭১-১, শামীম ২-০-২০-০, মুকিদুল ৭.২-০-৪০-৫, নাসুম ১০-০-৪৪-৩, নাঈম ১০-০-৩১-০, সানজামুল ৭-০-৩৭-০, আলাউদ্দিন ২-০-১৩-০)
ফল: রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৫ রানে জয়ী
ম্যাচসেরা: ইমতিয়াজ হোসেন
Discussion about this post