দুর্ভাগা ক্রিকেটার তিনি। যখনই ফর্মের তুঙ্গে থাকেন তখনই পড়েন ইনজুরিতে। আরও একবার পুরোনো শত্রু ফিরে এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের সেরা ক্রিকেটার তাসকিন আহমেদ নেই টেস্টে। সিরিজের একমাত্র টেস্টে আইরিশদের বিপক্ষে খেলা হচ্ছে না এই পেসারের। ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে আউট তাসকিন। চার সপ্তাহ সময় লাগবে ফিরতে তার।
তাসকিন সাইড স্ট্রেনে ভুগছেন। জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাসকিনের আজ এমআরআই করা হয়েছে। এমআরআই থেকে নিশ্চিত হওয়া গেছে তিনি সাইড স্ট্রেইনের (গ্রেড-২) ইনজুরিতে পড়েছেন। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে চার সপ্তাহের মতো সময় লাগে। সে কারণে দুর্ভাগ্যজনকভাবে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষের টেস্টে খেলতে পারছেন না।’
তাসকিনের পরিবর্তে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন পেসার রেজাউর রহমান রাজা। সোমবার টেস্ট দলে রাজার অন্তর্ভুক্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। যেখানে টাইগারদের নেতৃত্বে আছেন সাকিব আল হাসান।
Discussion about this post