দু’জনই আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু প্রথম ম্যাচটা খেলা হয়নি তাদের। কবে লিটন কুমার দাস ও সাকিব আল হাসান আইপিএল মিশনে যাবেন সেটিও নিশ্চিত হয়নি। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রয়েছেন এই দুই তারকা।
ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটের শুরুটা দারুণ করলেও এই সিরিজে দলে নেই জাকির হাসান। আঙুলের চোটে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে পারছেন না তিনি। তার জায়গায় দলে ফিরলেন সাদমান ইসলাম।
আইরিশদের বিপক্ষে স্কোয়াড ১৪ জনের। এই দলে ফিরেছেন ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম। চোট কাটিয়ে ওপেনার তামিম ইকবাল ফিরলেন দলে। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও ইয়াসির আলি চৌধুরি। কিপিং গ্লাভসে দেখা যাবে লিটন কুমার দাসকে।
জায়গা হারালেন পেসার রেজাউর রহমান রাজা ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচটি শুরু হবে মঙ্গলবার। টেস্ট ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।
দলে ফিরলেন: সাদমান ইসলাম, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তামিম ইকবাল।
বাদ পড়লেন: ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় ও জাকির হাসান।
Discussion about this post