মাঠের বাইরে যতোই সমালোচনার ঝড় বয়ে যাক, মাঠে তা স্পর্শ করে না সাকিব আল হাসানকে। এই যেমন এবার নতুন উচ্চতায় পা রাখলেন এই অলরাউন্ডার। শহীদ আফ্রিদি ও সনাৎ জয়াসুরিয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে অনন্য এক ডাবলে পা রাখলেন সাকিব।
ওয়ানডেতে ৭ হাজার রানের ক্লাবে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের ক্লাবে তিনি। আর এই ডাবলে সাকিব দ্রুততম। ওয়ানডেতে ৬৯৭৬ রান নিয়ে শনিবার আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছিলেন তিনি। মানে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে দরকার ছিল ২৪ রান। এই সুযোগটা কাজে লাগালেন- তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানে তিনি।
সাকিব ৩০০ উইকেট ৬ হাজার রানের ডাবলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার ছিলেন। ৩০০ উইকেটে ও ৭০০০ রানের ডাবলেও তিনি সবার আগে ও একমাত্র টাইগার ক্রিকেটার। ওয়ানডেতে ন্যূনতম ৩০০ উইকেট ও ৭ হাজার রানের ডাবল-ক্লাবে সাকিব তৃতীয়।
২০০৭ সালে কলম্বোয় ওয়ানডেতে ৩৯৭তম ম্যাচে ৩০০ উইকেট ও ন্যূনতম ৭ হাজার রানে পা রাখেন জয়াসুরিয়া। সেই ম্যাচে ৩০০তম উইকেটও পেয়ে যান। আফ্রিদি ২০১২ সালে ৩৪১তম ম্যাচে পূরণ করেন এই ডাবল।
ওয়ানডেতে ৭ হাজার রান ও ৩০০ উইকেট
ম্যাচ রান গড় উইকেট
সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ ১৩৪৩০ ৩৬.৭৫ ৩২৩
শহীদ আফ্রিদি ৩৯৮ ৮০৬৪ ৩৪.৫১ ৩৯৫
সাকিব আল হাসান ২২৮ ৭০২৫* ২৮.৯৬ ৩০০
Discussion about this post