ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল শুরু হয়েছে। বৃহস্পতিবার দলবদলের প্রথম দিনই লিজেন্ডস অব রূপগঞ্জ দলে টেনেছে ৫ তরুণ ক্রিকেটারকে। সাবেক চ্যাম্পিয়নরা শিরোপায় চোখ রেখেই দল গড়েছে।
দল বদলের প্রথম দিন লিজেন্ডসদের দলে যোগ দিয়েছেন পারভেজ হোসেন ইমন, আশিক-উল-ইসলাম নাঈম, ফারদিন হাসান, জাওয়াদ মোহাম্মদ রোহান ও আব্দুল হালিম।
এমনিতে লিজেন্ড ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজারও রূপগঞ্জে থাকা নিশ্চিত। পুরোনো দলেই থাকছেন এই মহাতারকা। মাশরাফির সঙ্গে আগের বারের বেশিরভাগ ক্রিকেটারই রয়ে গেছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান রুম্মন, পেসার আল আমিন, মুকতার আলী, স্পিনিং অলরাউন্ডার তানবির হায়দার, উইকেটকিপার কাম হার্ডহিটার ইরফান শুক্কুর এবং ভারতীয় ক্রিকেটার চিরাগ জানি থাকছেন রূপগঞ্জে।
সঙ্গে এবার যুক্ত হবেন দুই তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার (আবাহনী থেকে) আর সিটি ক্লাবের তরুণ আশিক নাইম। একই দলের জাওয়াদ রোহানের দলও রূপগঞ্জ। এছাড়া বাঁ-হাতি স্পিনার রাজিবুল ইসলাম পেসার আব্দুল হালিম ও ওপেনার মাহমুদুল হাসান ইমনের সঙ্গে অলরাউন্ডার সোহাগ গাজীকেও নিয়েছে রূপগঞ্জ।
এদিকে দলবদল শুরু হয়ে আবার একদিন বন্ধ থাকবে। ৩ মার্চ শুক্রবার বাংলাদেশ আর ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এ ওইদিন দলবদল বন্ধ। ৪ মার্চ শনিবার ফের দলবদল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম অফিসে চলবে এ দলবদল।
Discussion about this post