আসছে মাসেই ফের ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে বিশ্রামের খুব একটা সুযোগ নেই। কেননা, মার্চেই প্রথমবারের মতো তিন ফরম্যাটেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল।
দুই দল একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে। তিন ফরম্যাটের এই সিরিজের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
২০০৮ সালে বাংলাদেশে আসে আইরিশ দল। তখন শুধু তিনটি ওয়ানডে খেলেছিল। এবার সীমিত পরিসরের দুইটি সিরিজ হবে ঢাকার বাইরে। ১২ মার্চ আইরিশরা আসবে বাংলাদেশে। শুরুতেই সিলেটে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ২০ ও ২৩ মার্চ।
এরপর মিশন চট্টগ্রাম। ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি-টুয়েন্টি বন্দরনগরীতে। ঢাকায় একমাত্র টেস্টটি, ৪ এপ্রিল শুরু।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টেফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, জশুয়া লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টি-টুয়েন্টি স্কোয়াড
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, কনর অলফের্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড
অ্যান্ড্রু বালবির্নি, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমন্স ম্যাককালাম, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
Discussion about this post