বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের প্রথম অংশ শেষ। গত ৬ জানুয়ারি সিলেট বনাম চট্টগ্রামের ম্যাচ দিয়ে ঢাকাতেই শুরু হয় বিপিএলের এবারে আসরের। মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়। এবার ২০ ওভারের ক্রিকেট জমবে চট্টগ্রামে।
ঢাকা পর্বে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সমান দুটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে, পয়েন্ট সমান ২। আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স দুটি করে ম্যাচ খেলেও জিততে পারেনি।
চমক দেখিয়েছে মাশরাফি বিন মর্তুজার সিলেট। শীর্ষে তার দল। দুই ম্যাচে এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। দুই ম্যাচে এক জয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সাকিবের ফরচুন বরিশাল। প্রথম ম্যাচেই চমক দেখায় নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্স। কিন্তু ঢাকার প্রথম পর্বের সবশেষ ম্যাচে তারা হার মেনে পিছিয়ে আছে।
দুই ম্যাচ খেলে এখনও জয় পায়নি খুলনা টাইগার্স ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট
সিলেট স্ট্রাইকার্স ৪ ৪ ০ ৮
রংপুর রাইডার্স ২ ১ ১ ২
ফরচুন বরিশাল ২ ১ ১ ২
ঢাকা ডমিনেটর্স ২ ১ ১ ২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ২ ১ ১ ২
খুলনা টাইগার্স ২ ০ ২ ০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২ ০ ২ ০
Discussion about this post