এলোমেলোভাবেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। মাঠের ক্রিকেটেও দেখা মিলছে অন্যরকম অনেক কিছু! নেতৃত্বেও ঠিক সমন্বয় দেখা যাচ্ছে না। বিপিএল শুরুর আগে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকেই জেনেছিল সবাই। কিন্তু শনিবার দলটির হয়ে প্রথম ম্যাচে টস করতে নামেন মেহেদী হাসান মিরাজ। চমকে না গিয়ে উপায় থাকে?
মজার ব্যাপার হলো-এনিয়ে টিমের তরফ থেকে দারুণ এক তথ্য শোনা গেল। দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বেছে নেবে বরিশাল।’ এমনটা কোন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এর আগে হয়েছে কীনা সন্দেহ!
তার মানে দিনের খেলা শুরু হওয়ার আগে জানা যাবে অধিনায়ক কে? সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে দলটি পেসার ইবাদত হোসেন এ কথা বিস্মিতই হলেন, ‘মিরাজের অধিনায়কত্ব টিম মিটিংয়ে ঠিক হয়।’ ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক তাহলে তো ইবাদতেরও নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? এমন প্রশ্নেই মূলত চমকে গিয়ে বলেন, ‘ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি এটা কে বললো? টিম থেকে ঘোষণা হয়েছে, তাই নাকি? এটা যদি টিম ম্যানেজমেন্ট করে, আমি তো ম্যানেজমেন্ট না, আমি খেলোয়াড়। আমার জানার কথা না।’
মিরাজের অধিনায়কত্ব সম্পর্ক জানতে চাইলে এবাদত বলেন, ‘দেখুন, সেখানে কম্বিনেশন ছিল ক্যাপ্টেন্সিতে। যে মিরাজ ও সাকিব ভাই দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিল। দেখেন আমাদের দলে বোলার অনেক আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক, দু’জন মিলেই সিদ্ধান্ত নিয়েছে।’
Discussion about this post