সমালোচনার তোপে কোণঠাসা ছিলেন তিনি। তারপরও চাকরিটা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আর সম্পর্কটা রাখতে চাইছে না রাসেল ডমিঙ্গোর সঙ্গে। চাকরি হারানোর আগেই পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের এই দক্ষিণ আফ্রিকান কোচ। বুধবার খবরটি গণমাধ্যমে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
গতকাল রাতে বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন ডমিঙ্গো। জালাল ইউনুস বলেন, ‘ডমিঙ্গো পদত্যাগ করেছে। কাল রাতেই আমাদের মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে।’
সদ্য শেষ হওয়া ভারত সিরিজের পর বিসিবি কোচিং স্টাফে পরিবর্তনের ইঙ্গিত দেয়। ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নেয় বোর্ড। ডমিঙ্গো খবরটা পেতেই সম্মানজনক বিদায়ের পথই বেছে নিলেন। তার জায়গায় কোচ কে আসছেন সেটিও প্রায় নিশ্চিত করে ফেলেছে বিসিবি। গুঞ্জন-বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ফিরে আসতে পারেন। এনিয়ে অবশ্য এখনো কিছুই বলেনি বিসিবি।
২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচ পদে দায়িত্ব নেন ডমিঙ্গো। ২০২১ সালে সে চুক্তি বাড়ানো হয় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অব্দি। বেতনও বেড়ে দাঁড়ায় মাসে ১৮ হাজার ডলার। তার আগেই পদত্যাগ করলেন এই দক্ষিণ আফ্রিকান।
আগামী বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি ওয়ানডে সুপার লিগের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই দলে আসতে পারেন হেড কোচ। এমন কী টি-টুয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে ফিরতে পারেন ফের শ্রীধরন শ্রীরাম।
Discussion about this post