শিরেোনামটা আক্ষেপ জাগানিয়া। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা হতে পারতো সাকিব আল হাসানদের। কিন্তু তা হয়নি নিজেদের ভুলে। ফিল্ডিংয়ে সেই তথৈবচ অবস্থা। তার খেসারত দিল দল। ভারতের ১ম ইনিংসের রান ৩১৪। এক জুটিতেই ১৫৯ রান। অথচ ক্যাচ-স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগাতে পারল আরও আগেই অলআউট করা যেতে সফরকারীদের।তারপরও সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে অন্তত ঢাকা টেস্টের লড়াইয়ে আছে বাংলাদেশ।
মিরপুরের শেরেবাংলায় শুক্রবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ৩১৪ রানে। প্রথম ইনিংসে তাদের লিড ৮৭ রান।
অথচ রিশব পান্ত ও শ্রেয়াস আইয়ারের জুটি দ্রুত ভাঙতে পারলে দৃশ্যপট ভিন্ন হতো। কিন্তু পঞ্চম উইকেটে দারুণ লড়াই করে দুজন গড়েন ১৫৯ রানের জুটি, মাত্র ১৮২ বলে।
পান্ত ফিরতে পারতেন ১১ রানে। এরপর ৫৯ রানেও জীবন পান তিনি। আর শ্রেয়াস ফিরতে পারতেন ১৫ রানে। ২১ রানেও পেয়েছেন জীবন। কিন্তু টাইগার ফিল্ডাররা হতাশ করেন। পান্ত দাপটে খেলে ৭ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করে আউট। খেলেন মাত্র ১০৪ বল। টেস্টে তার সেঞ্চুরি ৫টি। ৯০ ছুঁয়ে আউট ৬ বার।
শ্রেয়াস ১০ চার ও ২ ছক্কায় তুলেন ১০৫ বলে ৮৭ রান। চট্টগ্রামে করেন ৮৪ রান।
শেষ সেশনে ৬১ রানে শেষ ৬ উইকেট হারায় ভারত। এরপর বাংলাদেশ নেমে টেস্টের দ্বিতীয় দিন শেষে কোন উইকেট না হারিয়ে ৬ ওভারে তুলেছে ৭ রান। লড়াইটা শনিবার বেশ কঠিনই হবে টাইগার ব্যাটসম্যানদের।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭/১০
ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৯/০) ৮৬.৩ ওভারে ৩১৪ (রাহুল ১০, গিল ২০, পুজারা ২৪, কোহলি ২৪, পান্ত ৯৩, শ্রেয়াস ৮৭, আকসার ৪, অশ্বিন ১২, উনাদকাট ১৪*, উমেশ ১৪, সিরাজ ৭; তাসকিন ১৫-২-৫৮-১, সাকিব ১৯.৩-৩-৭৯-৪, খালেদ ১০-১-৪১-০, তাইজুল ২৫-৩-৭৪-৪, মিরাজ ১৭-২-৬১-১)।
বাংলাদশ ২য় ইনিংস: ৬ ওভারে ৭/০ (শান্ত ৫, জাকির ২; উমেশ ২-১-৪-০, অশ্বিন ৩-১-৩-০, উনাদকাট ১-১-০-০)।
Discussion about this post