তিনি ছিলেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য। এই ফরম্যাটের স্পেশালিস্ট তিনি। অথচ সেই মুমিনুল হককেই বাদ দেওয়া হয় দল থেকে। অবশ্য তার ফর্ম পড়তির দিকে। এ কারণে মুমিনুলকে বিশ্রামে পাঠান নির্বাচকরা। তবে সেই দুঃসময় কাটিয়ে ফিরলেন সাবেক টেস্ট অধিনায়ক। ঢাকা টেস্টের বাংলাদেশের একাদশে আছেন এই ব্যাটার।
ভারতের বিপক্ষে ১৮৮ রানে হেরে যাওয়া প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন বাংলাদেশের একাদশে। দলে ফিরেছেন মুমিনুল ছাড়াও ফিরেছেন তাসকিন আহমেদ।
চোটের জন্য ছিটকে গেছেন ইবাদত হোসেন চৌধুরি। তার জায়গায় ফিরেছেন তাসকিন। বাংলাদেশ খেলছে তিন দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। বৃহস্পতিবার ঢাকা টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছে টাইগাররা। লাঞ্চ অব্দি ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ৮২ রান।
এই টেস্টে পরিবর্তন এসেছে ভারত দলেও। স্পিনার কমিয়ে পেসার বাড়াল ভারত। মিরপুর টেস্টে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে লোকেশ রাহুলের দল। এক যুগের বেশি সময় পর ভারতের হয়ে টেস্ট খেলতে নামছেন জয়দেব উনাদকাট। কিন্তু জায়গা হারালেন চট্টগ্রাম টেস্টের সেরা ক্রিকেটার কুলদিপ যাদব।
১২ বছর ৬ দিন পর টেস্ট খেলতে নামলেন উনাদকাট। ২০১০ সালের ১৬ ডিসেম্বর টেস্টে অভিষেক হয় এই পেসারের। এর মধ্যে ১১৮ টেস্ট খেলেছে ভারত।
দল থেকে বাদ পড়ার পর একদম আড়াল হয়ে যান পেসার উনাদকাট। আইপিএল ও ভারতের অন্য ঘরোয়া প্রতিযোগিতায় পারফর্ম করে আলোচনায় থাকলেও উনাদকাট টেস্ট দলে সুযোগ পাননি। অবশেষে ১২ বছর পর ফিরলেন টেস্ট দলে।
৩১ বছর বয়সী পেসারের ভাগ্য খুলে পেসার মোহাম্মদ সামির ইনজুরিতে। চট্টগ্রামে পৌঁছে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন। সময়ের হিসেবে ১২ বছর ২ দিন পর টেস্ট দলে ফিরেছেন এ পেসার। এটি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম বিরতি দিয়ে টেস্ট খেলার নজির।
ইংল্যান্ডের গ্যারেথ বেটি ২০০৫ সালের ৫ জুনের পর ২০১৬ সালের ২০ অক্টোবর পরের টেস্ট খেলেন। দুটিই বাংলাদেশের বিপক্ষে। এ সময়ের ব্যবধান ছিল ১১ বছর ১৩৭ দিন। ম্যাচ হিসেবে তিনি সর্বোচ্চ ১৪২।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাশ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল, শুবমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, আকসার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
Discussion about this post