অনুশীলনে তিনি বরাবরই অনুশীলনে দারুণ সিরিয়াস। এমনিতে আবার ফর্মে নেই। তাইতো পুরোনো গতির চেয়ে বেশি সিরিয়াস মুশফিকুর রহিম। ঢাকা টেস্ট শুরুর আগে এখন নিজেকে প্রস্তুত করে নিতে চাইছেন মুশি। মঙ্গলবার ভারতের অনুশীলন ছিল সকালে। আর বাংলাদেশের দুপুরে। সকাল ১০টায় মিরপুর শেরেবাংলায় হাজির মুশফিক।
ব্যাটিংয়ে নিজেকে ফিরে লড়ে যাচ্ছেন মুশফিক। অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কোনো কিছুতেই অফফর্ম থেকে বেরিয়ে আসতে পারছেন না। তবে হারতে নারাজ মুশি। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ফর্মে ফিরতে চান। এ জন্য আগের চেয়ে বেশি সময় ধরে চালিয়ে যাচ্ছেন তিনি।
ঢাকা টেস্টের আগে মিরপুরের ইনডোরে একাই ব্যাটিং করলেন মঙ্গলবার। প্রায় দুই ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। লম্বা সময় ব্যাটিং করে ড্রেসিংরুমে ফেরার পথে তার সঙ্গে দেখা হয় ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের। কিংদেন্তিকে পেয়ে টিপস নিতে ভুল করলেন না সাবেক এই অধিনায়ক।
রাহুল দ্রাবিড়কেকে কাছে পেয়ে মুশফিক নিজ থেকে এগিয়ে যান। কথা বলেন। দুজনকে কিছুক্ষণ কথা বলতে দেখা গেল উইকেটের পাশে। রাহুল দ্রাবিড় অনুশীলনের শুরুর আগে-পরে দুইবার মিরপুরের উইকেট দেখে নেন।
আলাপচারিতায় টের পাওয়া যাচ্ছিল মুশফিক রাহুল দ্রাবিড়ের সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলছেন। মুশফিক নিজে ব্যাট নিয়ে শ্যাডো করে দ্রাবিড়কে কিছু দেখাচ্ছিলেন। দ্রাবিড়ও হাত দিয়ে মুশফিককে কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। মিনিট পাঁচেকের মতো কথা বলেন তারা। তারপর ড্রেসিং রুমে চলে যান মুশফিক।
ভারতের বিপক্ষে এই সিরিজে মুশফিক তিন ওয়ানডেতে করেছেন যথাক্রমে ১৮, ১২ ও ৭ রান। চট্টগ্রাম টেস্টে ২৮ ও ২৩। ঢাকার উইকেটে রানে ফিরতে চান। ২২ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট। চট্টগ্রাম টেস্টে হেরে সিরিজে ০-১ এ পিছিয়ে বাংলাদেশ দল।
Discussion about this post