তিনি যে লিওনেল মেসির অনেক বড় ভক্ত সেটা জানা অনেকেরই। শুধু মেসির কারণেই সাকিব আল হাসান আর্জেন্টিনা, বার্সেলোনা একম কী পিএসজি’র ভক্ত। এই সময়টা তো শুধুই আর্জেন্টাইন কিংবদিন্তর। গত রোববার ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। মেসির হাত ধরে ৩৬ বছর পর স্বপ্নপূরণ!
সেই আনন্দে রোববার রাতেই ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন সাকিব। রাজপথে নেমে আর্জেন্টিনার বিশ্ব জয়ের আনন্দ উপভোগ করেন। মেসির জার্সি গায়ে জড়িয়ে বেরিয়ে যান রাস্তায়। গাড়ি নিয়ে অলিগলিতে ছুটেছেন। রোমাঞ্চ কাটেনি বাংলাদেশ অধিনায়কের। জাতীয় দলের অনুশীলনে মেসির জার্সি গায়ে মঙ্গলবার চলে আসলেন মিরপুরের হোম অব ক্রিকেটে।
মঙ্গলবার দুপুর থেকে ঢাকা টেস্টকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সেখথানেই শুরুতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন সাকিব-মুশফিকরা। আর্জেন্টিনার জার্সিতে ড্রেসিংরুম থেকে মাঠে পা রাখেন সাকিব। মেসির নাম ও নম্বর দেওয়া জার্সিতে আনন্দে মেতে খেলতে থাকেন ফুটবল।
সাকিব পাসিং ফুটবলে ব্যস্ত হয়ে উঠেন। নাসুমের বাড়ানো বল ডানপায়ে রিসিভ করে বা পায়ে শট নিয়ে গোল করেন সাকিব। আনন্দের এক মুহূর্ত তৈরি হয় মিরপুরে। দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে সাকিবের প্রিয় দল জিতেছে বিশ্বকাপ।
মঙ্গলবার অনুশীলনের সময় মুশফিকুর রহিমের সঙ্গে দেখা গেছে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়েকে। দুজনকে একসঙ্গে কিছুক্ষণ কথা বলেন।
এদিকে ঢাকা টেস্টে সাকিব শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন। কাঁধের ব্যাথার কারণে বোলিংয়ের সুযোগ নেই। আগামী ২২ ডিসেম্বর থেকে শুরু হবে ঢাকা টেস্ট। চট্টগ্রাম টেস্টে হেরে সিরিজে ০-১ এ পিছিয়ে বাংলাদেশ।
Discussion about this post