সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা। ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টে বোলার সাকিবকে প্রথম দিনের পর পাওয়া যায়নি। মিরপুর টেস্টেও বাংলাদেশ অধিনায়ক বল করতে পারবেন কীনা সেটি নিশ্চিত নয়। তাইতো তার বিকল্প হিসেবে দলে রাখা হয়েছে নাসুম আহমেদকে।
রোববার চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানের ব্যবধানে ভারতের কাছে হার মেনেছে বাংলাদেশ। এই টেস্ট শেষেই ঘোষণা করা হলো সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল। বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টের ১৭ জনের স্কোয়াড মিরপুরে কমে হয়েছে ১৫ জনে। ইনজুরির কারণে ছিটকে গেছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। দল থেকে বাদ এনামুল হক বিজয়।
নাসুম সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে খেলছেন নিয়মিত। ২৮টি টি-টুয়েন্টি ও ৪ ওয়ানডে খেলা এই স্পিনার টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন। ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২০১১ সালে বড় দৈর্ঘের ক্রিকেট দিয়েই ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে শুরু করেন। যদিও সাড়ে ১১ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন মাত্র ২৬টি।
অধিনায়ক সাকিব চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ১২ ওভার বল করলেও পরে আর বোলিং করেননি। পাঁজরের সমস্যা নিয়ে ম্যাচ শুরুর পর তিনি চোট পান কাঁধে। চোটের কারণে বোলিং করতে পারেননি ইবাদত। শরিফুল এই ম্যাচে একাদশে ছিলেন না। হ্যামস্ট্রিংয়ে কাবু তিনি। এনামুল অবশ্য ম্যাচ না খেলেই বাদ।
ঢাকা টেস্টের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও নাসুম আহমেদ।
Discussion about this post