অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে অভিষেকেই চমক দেখালেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে দারুণ খেলে অজি দর্শকদের দেখিয়ে দিলেন যোগ্যতার পরিধি!
যদিও রোববার তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স ৬ উইকেটে সিডনি সিক্সারের কাছে হার মানে।
তবে হারেন নি সাকিব। প্রথমে ব্যাট হাতে করেন ৩০ বলে ৪৬। যাতে ছিল ২ ছক্কা ও ৩ বাউন্ডারি। এরপর বল হাতে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে জীবনের প্রথম ম্যাচে ৩০ বলে সাকিবের স্ট্রাইক রেট ১৫৩.৩৩! ম্যাচ শেষে সাকিব বলেন, ’দেখুন, ছোট ছোট কিছু ব্যাপার রয়েছে, যেখানে আমরা আরো উন্নতি করতে পারি। তবে আমার মনে হয়, আমাদের বিগ ব্যাশ শিরোপা জেতার সামর্থ্য রয়েছে।’
সংক্ষিপ্ত স্কোর
অ্যাডিলেড স্ট্রাইকার্স : ১৪৯/৭, ২০ ওভার (সাকিব ৪৬, রিয়ারডন ৪৩, হিউজ ১২; হাজলউড ৩/১৬)।
সিডনি সিক্সার্স : ১৫০/৪, ১৯.১ ওভার (লাম্ব ৫৪, নর্থ ৩৮, হেনরিকস ২৬, বোপারা ২৩*; সাকিব ২/২১)।
ফল : সিডনি সিক্সার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : মাইকেল লাম্ব।
http://youtu.be/t_i3-LFFXoI
http://youtu.be/cx90QLAZLSE
Discussion about this post