জেতা ম্যাচটা হেরে নিশ্চিত করেই আক্ষেপে পুড়ছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের কাছে ১ উইকেটে হারের যন্ত্রণার মদ্যেই আরেক দুঃসংবাদ ভারতীয় ক্রিকেট দলের। এবার যুক্ত হলো শাস্তি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে দলের প্রত্যেককে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে। শাস্তিটা বেশ কঠিনই!
সোমবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জরিমানার বিষয়টি জানিয়েছে। মানে রোহিত শর্মা-বিরাট কোহলির ম্যাচ ফির ৮০ ভাগ কেটে নেওয়া হবে।
মিরপুরে রোববার প্রথম ওয়ানডেকে আইসিসি আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করেছে ভারত। ৪৬ ওভারের ইনিংস হলেও ভারত ৪ ওভার পিছিয়ে ছিল। ওভার প্রতি ম্যাচ ফির ২০ শতাংশ টাকা জরিমানা করা হয়েছে। ৪ ওভার পিছিয়ে থাকায় ৮০ শতাংশ জরিমানা করা হলো।
মাঠের আম্পায়ারদের অভিযোগের পরই আইসিসি এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাধুগালে এই শাস্তির সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক রোহিত বিষয়টি মেনে নেয়েছেন। তাইতো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে বাংলাদেশ। ভারত টস হেরে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। রান তাড়ায় নেমে বাংলাদেশ ১ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিকে ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট যথাক্রমে শুরু ১৪ ও ২২ ডিসেম্বর। প্রথম টেস্ট চট্টগ্রামে। পরেরটি হবে ঢাকায়।
Discussion about this post