ব্যাপারটা চোখে পড়ছে প্রতিবারই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন বাংলাদেশি ক্রিকেটারদের অবহেলা। সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া অন্য বাংলাদেশি ক্রিকেটারদের পাত্তা নেই। বাংলাদেশ সফরে এসে এনিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক।
রোহিত শর্মা মনে করেন বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া উচিত। শনিবার মিরপুরে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘আমি সত্যিই আশা করি তারা সুযোগ পাবে। কারণ, তারা মানসম্পন্ন দল, মানসম্পন্ন ক্রিকেটার। আমি সত্যিই অনুভব করি, তারা আইপিএল দলে পার্থক্য গড়ে দিতে পারে।’-
ভারতীয় দল এখন রয়েছে বাংলাদেশ সফরে। যেখানে তারা স্বাগতিকদের সঙ্গে খেলবে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু সিরিজ।
তার আগে উঠল আইপিএল প্রসঙ্গ। এমনিতে ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব-মুস্তাফিজ ছাড়া স্বল্প সময়ের জন্য ছিলেন মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তামিম ইকবালরা। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিমদের নিলামে নাম নিবন্ধন হলেও কোন দলই কিনেনি।
এ অবস্থায় আসছে আসরে সাকিব, তাসকিন, লিটন দাস, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ও নাসুম আহমেদ নিলামে নাম উঠেছে। আর দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে। রোহিত টাইগার ক্রিকেটারদের আইপিএল প্রসঙ্গ উঠতেই বলেন, ‘আইপিএলের দলগুলো খুব সম্ভবত এখনও পরিকল্পনা সাজানো শুরু করেনি। এটি আমার ধারণা। নিলামের কাছাকাছি সময়ে তারা ভাবনা শুরু করবে, বিভিন্ন পরিকল্পনা করবে তাদের চাওয়ার ব্যাপারে। তবে আমি সত্যিই মনে করি তাদের সুযোগ পাওয়া উচিত।’
Discussion about this post