বিশ্বকাপ ফুটবলের ব্যস্ত সূচি শেষের পথে। গ্রুপ পর্বে প্রতিদিন যেখানে হয়েছে চারটি ম্যাচ সেখানে এবার দুটি করে! ৩২ দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপ এবার ১৬ দলের। বিদায় নিয়েছে বাকি ১৬ দেশ! এবার নকআউট লড়াই। হেরে যাওয়া মানে বিদায়। টিকে থাকতে হলে জিততেই হবে। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে গড়াবে অতিরিক্ত সময়ে। থাকবে টাইব্রেকারের উত্তেজনাও।
এবার কাতারে বিশ্বকাপে অঘটনও ছিল অনেক। বিশ্বকাপ জেতা দুই দল উরুগুয়ে ও জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে। ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড আছে দ্বিতীয় রাউন্ডে।
শনিবার নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপের শেষ ষোলো। যেখানে নকআউটে যোগ হচ্ছে অতিরিক্ত ৩০ মিনিট ও পেনাল্টি শুট আউট। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলের মধ্যে জয়ী নির্ধারণ করা না গেলে ম্যাচ গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে। তারপরও সমাধান না হলে পেনাল্টি শুট আউটে যাবে ম্যাচ।
দ্বিতীয় রাউন্ডে কোন দলের প্রতিপক্ষ কে জেনে নিন
তারিখ মুখোমুখি সময় ভেন্যু
৩ ডিসেম্বর নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা আল রায়ান
৩ ডিসেম্বর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া রাত ১টা আল রায়ান
৪ ডিসেম্বর ফ্রান্স-পোল্যান্ড রাত ৯টা দোহা
৪ ডিসেম্বর ইংল্যান্ড-সেনেগাল রাত ১টা আল খোর
৫ ডিসেম্বর জাপান-ক্রোয়েশিয়া রাত ৯টা আল ওয়াকরাহ
৫ ডিসেম্বর ব্রাজিল-দ. কোরিয়া রাত ১টা দোহা
৬ ডিসেম্বর মরোক্কো-স্পেন রাত ৯টা আল রায়ান
৬ ডিসেম্বর পর্তুগাল-সুইজারল্যান্ড রাত ১টা লুসাইল
Discussion about this post