শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উন্মাদনা। সাতটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৫ জানুয়ারি থেকে শুরু বিপিএল-২০২৩। তার আগে এবছরই নিলাম। অবশ্য ফ্র্যাঞ্চাইজিরা দল ঠিকঠাক করতে শুরু করেছেন। একদিন আগেই পাঁচ ক্রিকেটারকে দলে টেনেছে খুলনা টাইগার্স।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে হবে আসছে বিপিএলের ম্যাচ। মোট ম্যাচ ৪৬টি। এবার নেই কোনো আইকন ক্রিকেটার। তবে সরাসরি চুক্তিতে ক্রিকেটার দলে অন্তর্ভূক্ত করা যাবে। ৭ ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট থেকে ক্রিকেটার কিনতে হবে।
জানা গেছে, দেশিদের সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’, সর্বনিম্ন ‘জি’। ক্যাটাগরির ক্রমানুসারে সর্বোচ্চ ৮০ লাখ ও সর্বনিম্ন ৫ লাখ টাকা পারিশ্রমিক। বিদেশি ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৮০ হাজার মার্কিন ডলার। এছাড়া ড্রাফটে ‘এ’ গ্রেড ৮০ লাখ, ‘বি’ গ্রেড ৫০ লাখ, ‘সি’ গ্রেড ৩০ লাখ, ‘ডি’ গ্রেড ২০ লাখ, ‘ই’ গ্রেড ১৫ লাখ, ‘এফ’ গ্রেড ১০ লাখ, ‘জি’ গ্রেডের খেলোয়াড়ের মূল্য থাকবে ৫ লাখ টাকা।
এদিকে জানা গেছে- বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান খেলবেন খুলনায়। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও নাসিম শাহকেও নিয়েছে তারা। এছাড়া শ্রীলঙ্কার ডানহাতি ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দোকেও নিয়েছে দলটি।
Discussion about this post