সামনেই ব্যস্ত সূচি। প্রথমেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এরপরই বিশ্বকাপের জন্য উড়াল দেবে দল। তিন দলের সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে লড়াই বাংলাদেশের। তারপরই ৯ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ অক্টোবর আবারও প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ, প্রতিপক্ষ পাকিস্তান।
এই মিশনে যাওয়ার আগে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান। ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলতে ছুটি নিয়েছিলেন তিনি। সেই পালা শেষে মঙ্গলবারই জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অধিনায়কের।
গত শুক্রবার রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডের পথে দেশ ছাড়ে বাংলাদেশ দল। তারপর বিশ্রাম শেষে সোমবারই বেরিয়ে পড়লেন তাসকিন আহমেদরা। বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিওতে দেখা গেল- কিউইদের দেশে পৌঁছে ঝলমলে রোদে হাঁটাহাঁটি করছে বাংলাদেশ দল।
ক্রিকেটাররা একসঙ্গে বের হন ক্রাইস্টচার্চের সিটিতে। এ সময় কোচিং স্টাফের সদস্যরাও ছিলেন। নুরুল হাসান সোহাদের দেখে মনে হয়েছে নিউজিল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় বেশ আনন্দে আছেন।
ভিডিওতে দেখা গিয়েছে এ সময় খেলোয়াড়রা ফটোসেশনে ব্যস্ত সময় পার করেছেন। বিসিবির প্রকাশিত সেই ভিডিওর ক্যাপশনে লেখা আছে, ‘৩ অক্টোবর ক্রাইস্টচার্চের সেন্ট্রাল সিটির চারপাশে টিম ওয়াক।’
সোমবার নিউজিল্যান্ড থেকে টাইগার পেসার তাসকিন আহমেদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। এই পেসার নিজের একটা ছবি দিয়ে লিখেছেন, ‘ধৈর্য্য ধারণ করুন, সবকিছু আপনার কাছে আসে সঠিক মুহূর্তে।’ সন্দেহ নেই দারুণ পরামর্শ।
বিশ্বকাপে বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও নাজমুল হোসেন।
স্ট্যান্ডবাই:
শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকার।
Discussion about this post