হতাশা সঙ্গী করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র তিনদের ব্যবধানে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসানরা। তাইতো সবার আগেই দেশে ফিরেছে টাইগাররা। বাংলাদেশ আজ রাতেই দুবাই ছাড়ে। রাত সাড়ে ১২টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে রওনা দিয়ে ঢাকায় পৌঁছায় সকালে। যদিও কোচিং প্যানেল, টিম ম্যানেজম্যান্টের কয়েকজন সদস্য আসেননি দলের সঙ্গে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম ঢাকায় আসবেন ১১ সেপ্টেম্বর। ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স সরাসরি যোগ দেবেন নিউজিল্যান্ডের সিরিজের ক্যাম্পে। সব ঠিক থাকলে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এই সিরিজ।
সব ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। পরের মাসেই তো টি-টুয়েন্টির বিশ্বসেরার লড়াই। তার আগে নিউজিল্যান্ডের মাঠে ত্রিদেশীয় সিরিজ। যেখানে মাঠের লড়াই শুরু ৭ অক্টোবর থেকে। আর ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, ১৩ নভেম্বর ফাইনাল। বাংলাদেশ নিউজিল্যান্ড থেকে সরাসরি যাবে বিশ্বকাপের দেশ অস্ট্রেলিয়ায়।
এদিকে দেশে ফেরা বাংলাদেশ দল সপ্তাহখানেক ছুটি পাবে। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া দল বিধ্বস্ত। সংযুক্ত আরব আমিরাত থেকে শনিবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাকিব-মুশফিক-রিয়াদদের বহনকারী উড়োজাহাজ।
সংগতভাবেই হতাশ হয়ে মাথা নিচু করেই ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। প্রথমে আফগানিস্তান এরপর শ্রীলঙ্কার কাছে হেরে মিশন শেষ সাকিবদের।
Discussion about this post