ইনজুরির কাছে শেষ অব্দি হার মানতে হলো! জাসপ্রিত বুমরাহ ছিটকে গেলেন মাঠের বাইরে। এশিয়া কাপ ক্রিকেটের দলে নেই তিনি। পিঠের চোটে ভোগা এই ফাস্ট বোলারকে ছাড়াই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে ভারত। দলে ফিরলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল।
এ মাসেরই শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। তার জন্য সোমবার রাতে ১৫ সদস্যের দল দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
বুমরাহ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারেন নি এই পেসার। উইন্ডিজে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন কোহলি। তিনিও আছেন এশিয়া কাপ দলে।
এই সময়ে কোহলির ফর্ম নিয়ে বেশ কথা হচ্ছে। টি-টুয়েন্টি দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটে আড়াই বছরের বেশি সময় ধরে সেঞ্চুরি নেই। গত আইপিএলে ৩৪১ রান করেন ২২.৭৩ গড় ও ১১৬ স্ট্রাইক রেটে। এ অবস্থায় তার ওপর আস্থা রাখল বোর্ড। এশিয়া যদি চেনা ছন্দে ফিরতে পারেন তিনি।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে হওয়া ফাইনালে শেষ বলের রোমাঞ্চে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতে তারা।
আসছে ২৮ অগাস্ট দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে ভারতের। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বে প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে একবার। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার ফোর রাউন্ডে। তারপর পরস্পরের মুখোমুখি হবে একবার। এখান থেকে শীর্ষ দুই দল ১১ সেপ্টেম্বরের ফাইনালে মুখোমুখি হবে।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দিপক হুডা, যুজবেন্দ্র চেহেল।
স্ট্যান্ডবাই: শ্রেয়াস আইয়ার, আকসার প্যাটেল, দিপক চাহার।
Discussion about this post