এখন ছুটির আমেজে আছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নিয়েই ছুটিতে আছেন তিনি। সামনের জিম্বাবুয়ে সফরেও অনিশ্চিত বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই সময়টাতে বিজ্ঞাপনের কাজেও ব্যস্ত তিনি। এরপরই অবশ্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন সাকিব।
৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান ক্রিকেট লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। সরাসরি চুক্তিতে তাকে দলে টেনেছে অ্যামাজন।
এর আগে ব্যস্ততাতেই কাটছে সাকিবের সময়। গত মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন সাকিব আল হাসান। যুদ্ধের পোশাকে পোজ দিয়েছেন তিনি। দেখে মনে হচ্ছে প্রাচীনকালের যোদ্ধা। বৃহস্পতিবার টুইটারেও রহস্যময় ছবি পোস্ট করলেন। যেখানে অন্যরকম পোশাক আর গোফে চেনাই যাচ্ছিল না তাকে!
সাকিবের এমন ছবি ভাইরাল হয়েছে। বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন সেই ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করেছেন রুবেল। ক্যাপশনে লিখেছেন, ‘ক্রিকেট বিশ্বের নবাব সাকিব আল হাসান। ’
ছবিতে দেখা যাচ্ছে সাকিবের পরনে সুলতানি যুগের সেনাদের সমরাস্ত্র। ধাতবনির্মিত শক্ত বর্ম, ইস্পাতের হেলমেট ও হাতে তরবারি!
ছবির চেক ইন জানাচ্ছে এটি সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের। বলা হচ্ছে নতুন কোনো পণ্য বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিতে এমন সৈনিক বেশে সামনে এসেছেন সাকিব। যদিও লিজেন্ডস অব রূপগঞ্জে গত মৌসুমে খেলা এই মহাতারকা এটি নিয়ে কিছু বলেন নি!
তবে এই ছবি নেট মাধ্যমে ঝড় তুলেছে আর ভক্তরা পছন্দ করেছেন তার এমন সাজ!
Discussion about this post