সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যায়নি তাকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও ব্যস্ততা কিছুটা কমেছিল সাকিব আল হাসানের। কিন্তু আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে খুলে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দরজা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়ে গেলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
আগামী ৩১ আগস্ট থেকে ১ অক্টোবর অব্দি অনুষ্ঠিত হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। যেখানে দেখা যাবে সাকিবকে। অবশ্য ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া কাপের পরই তিনি যোগ দিতে পারবেন সিপিএলে।
সরাসরি সাইনে সাকিবকে দলে টেনেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনাপত্তিপত্র দিয়েছে তাকে। মানে লিজেন্ডস অফ রূপগঞ্জ তারকা সাকিবের সিপিএল খেলতে বাধা নেই কোন। বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন সাকিবকে এনওসি দেওয়া হয়েছে। ওই সময়টাতে বাংলাদেশের কোনও খেলা নেই, বলেই সুযোগটা পেয়ে গেলেন এই অলরাউন্ডার!
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে তৈরি করতে ভাল একটা সুযোগ পেয়ে গেলেন সাকিব। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে উইন্ডিজে প্রস্তুত করে নিতে পারবেন নিজেকে। অবশ্য সিপিএলে এর আগেও খেলেছেন তিনি। লড়েছেন জ্যামাইকা তালাওয়াস ও বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে।
২০১৬ ও ২০১৭ সালে জ্যামাইকাকে চ্যাম্পিয়ন করা দলেও ছিলেন। ২০১৯ সালে সাকিবের দল বার্বাডোজ সিপিএল চ্যাম্পিয়ন হয়।
টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেখানে অন্য দল পাকিস্তান। ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই ত্রিদেশীয় সিরিজ খেলার সূচি রয়েছে। তারপরই শুরু টি-টুয়েন্টি বিশ্বকাপ। হোবার্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
Discussion about this post